রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

দেশ
  >
জনপদ

মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি ১৮ জুলাই , ২০২৪, ১৭:৫১:১৫

436
  • ছবি : নিউজজি

মানিকগঞ্জ: জেলায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত প্রায় অর্ধ শতাধিক ব্যাক্তি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের খালপাড় ও কোর্ট চত্বর এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকা থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল করে।

এ সময় খালপাড় ও মানরা এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। পরে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এরপর সরকারী দেবেন্দ্র কলেজ ও কোর্ট চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করে। তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

পরবর্তীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যান-চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা । ঘন্টা ব্যাপী এ আন্দোলনের পর ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ পুলিশের সামনে হামলা চালায় শিক্ষার্থীদের উপর ।

এ ঘটনা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

তবে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন বলেন, বিএনপির লোকজন প্রথমে হামলা চালায় ছাত্রলীগের কর্মীদের উপর। প্রকৃত শিক্ষার্থীদের পাশে আমরা সব সময় আছি।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন