মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক গুরুতর আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ১৯ এপ্রিল , ২০২৪, ১৭:৪২:৪৬

120
  • শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক গুরুতর আহত

গাজীপুর: শ্রীপুর পৌর মাওনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ও দৈনিক জনতার উজ্জ্বল আহমেদ। তাদের উভয়ইকে মাওনা সিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক আব্দুল মালেকে ঢাকা বি আর বি হাসপাতালে ও সাংবাদিক উজ্জ্বলকে ময়মনসিংহ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। 

আহত সাংবাদিক উজ্জ্বল আহমেদ জানান, আমরা দুপুরে নিউজ সংগ্রহের জন্য মোটরসাইকেলে যাচ্ছিলাম। এ সময় মাওনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইয়াসমিন স্পিনিং মিলসের নামক কারখানার সামনে কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে সাংবাদিক আব্দুল মালেক বুকের হাড় ও হাত ভেঙে যায়। সাংবাদিক উজ্জ্বলে পা ও হাত ভেঙে গেছে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহবুব মোরশেদ জানান, কভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন