শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ টিকেট কালোবাজারিকে আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি , ২০২৪, ১৪:১৩:৫০

480
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: ট্রেনের টিকেটসহ ৫ টিকেট কালোবাজারিকে আটক করেছে র‌্যাব। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আব্দুল হাকিম, জাকির হোসেন, রুবেল মিয়া, শাহিন মিয়া ও সাজ্জাদ মিয়া।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে একটি সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট সংগ্রহ করে জনসাধারণের কাছে বেশি দামে বিক্রি করে আসছে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর রোববার অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৯টি আসনের ৫৯টি অনলাইন টিকেট, ৭টি মোবাইল ও টিকেট বিক্রির নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন