মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

হাতীবান্ধায় ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট ২১ ফেব্রুয়ারি , ২০২৪, ১৬:৫৬:৪৪

683
  • ছবি : নিউজজি

লালমনিরহাট: নীলফামারীর জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজনকে ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশের একটি টহল দল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক রাজন জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে ২ জন সিঙ্গিমারী সীমান্ত এলাকা থেকে মিলন বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় পুলিশ সদস্যরা তাদের গতিরোধ করে বিশেষ কায়দায় লুকানো ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে ও ২ জনকে আটক করে।

জলঢাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান বলেন, ছাত্রলীগ নেতা মাদকসহ আটকের ঘটনাটি আমি শুনেছি। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে। ঘটনা সত্য হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন