সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ , ১১ শাবান ১৪৪৬

দেশ
  >
জনপদ

শ্রীনগরে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি , ২০২৪, ১৬:৩৬:৪৯

785
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: শ্রীনগরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার হাঁসাড়া বাজার সংলগ্ন আন্ডার পাশের ওপরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশালের রমজান কাঠি গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাইক চালক কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহি।

স্থানীয়রা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের এসআই রাশেদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। বাইকটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেস্টা চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন