বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ
  >
জনপদ

পঞ্চগড় হানাদার মুক্ত দিবস আজ

পঞ্চগড় প্রতিনিধি ২৯ নভেম্বর , ২০২৩, ১০:৫৬:১১

177
  • ছবি : নিউজজি

পঞ্চগড়: পঞ্চগড় হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাক হানাদার বাহিনীর হাত থেকে পঞ্চগড় মুক্ত হয়। প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।

১৯৭১ সালের ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় থাকে মুক্ত। পাক হানাদারবাহিনী সড়ক পথে পঞ্চগড়ের দিকে অগ্রসর হয় এবং ১৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে তারা পঞ্চগড় দখল করে নেয়।

দীর্ঘ ৭ মাস যুদ্ধ চলার পর মুক্তিযোদ্ধারা এবং মিত্র বাহিনী পর্যায়ক্রমে পাক হানাদার বাহিনীর ওপর প্রচন্ড আক্রমণ চালিয়ে ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর শিংপাড়া, ২৭ নভেম্বর তালমা, ২৮ নভেম্বর পঞ্চগড় সিও অফিস এবং ওই একই দিনে আটোয়ারী ও মির্জাপুর মুক্ত করে। মুক্তিযোদ্ধারা ৪ দিক থেকে পাক হানাদার বাহিনীর ওপর প্রচন্ড আক্রমণ করে। এই আক্রমণের ফলে ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত হয়। মুক্তি ও মিত্রবাহিনীর ট্যাঙ্ক ও পদাতিক বাহিনীর সাড়াশি আক্রমণে পাক হানাদার বাহিনী পরাজিত হয়ে পঞ্চগড় ত্যাগ করে।

মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনী পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে উড়িয়ে দেয় স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই থেকে ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

পঞ্চগড় হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রতি বছর জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড যৌথ ভাবে পুস্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে থাকে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন