সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

বাগেরহাট ও নারায়ণগঞ্জে গাড়িতে আগুন

নিউজজি ডেস্ক ২৯ নভেম্বর , ২০২৩, ০৮:১৮:২৭

98
  • বাগেরহাট ও নারায়ণগঞ্জে গাড়িতে আগুন

ঢাকা: অবরোধের আগের রাতে বাগেরহাট ও নারায়ণগঞ্জে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ফয়লা বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে বাসের সবগুলো সিট পুড়ে ছাই হয়ে যায়। পরে রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৯টার দিকে হঠাৎ খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে পার্শ্ববর্তী ফাঁড়ির পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে আগুনে বাসের সবগুলো সিট পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে গেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এশিয়াল হাইওয়ের পাকুন্ডায় এ ঘটনা ঘটে।

দগ্ধ হেলপারের নাম সায়মন বলে জানা গেছে। জানা যায়, মহাসড়কে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা ট্রাকের হেলপারের পাশে আগুন দেওয়ার চেষ্টা করলে এতে তার হাত পুড়ে যায়। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন