বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

নির্বাচনি হাওয়া: সাতক্ষীরায় জনপ্রিয়তা যাচাইয়ে প্রার্থীর ছড়াছড়ি

আব্দুর রহমান, সাতক্ষীরা ২৮ নভেম্বর , ২০২৩, ১৫:১৮:৩৬

112
  • ছবি : নিউজজি

সাতক্ষীরা: চায়ের দোকানগুলোতে জমে উঠেছে ভোটের আলোচনা। ছোট-বড় সবার মুখে শুনা যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। সাতক্ষীরার ৪টি আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৪৪ জন। এরমধ্যে সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। সাতক্ষীরা-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩ আসনে (দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। তবে জনপ্রিয় হয়েও যারা আ.লীগের দলীয় মনোনয়ন পাননি, তারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে।

ইতোমধ্যে সাতক্ষীরা-২ আসনে টানা দুবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানিয়েছেন। এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন আশরাফুজ্জামান আশু এবং তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন মোস্তফা ফারহান মেহেদী।

সাতক্ষীরা-১ আসনের আ.লীগের মনোনিত প্রার্থী হয়েছেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। এই আসনে বর্তমান এমপি অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন। অপরদিকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হয়েছেন সৈয়দ দিদার বখত্ এবং বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় মহাসচিব অ্যাড. ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জাসদ থেকে ওবায়দুল সুলতান বাবলু ও তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সুমি ইসলাম। এছাড়াও আ.লীগ নেতাদের মধ্যে সতন্ত্র প্রার্থী হিসেবে থাকবেন বলে জানিয়েছেন জেলা আ.লীগের সদস্য ও সাবেক এমপি ইঞ্জি. শেখ মুজিবুর রহমান এবং জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি সরদার মুজিব।

সাতক্ষীরা-৩ আসনে টানা পঞ্চম বারের মতো আ.লীগের নৌকা প্রতীক পেয়েছেন অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। এ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে থাকার ঘোষণা দিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ.বি.এম মোস্তাকিম। এছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাড. মো. আলিফ হোসেন এবং সাতক্ষীরা-৩ আসনে তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী কবি রুবেল হোসেন।

সাতক্ষীরা-৪ আসন থেকে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। এ আসনের মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি এসএম জগলুল হায়দার সতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয়তা যাচাই করবেন বলে শুনা যাচ্ছে। এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি।

অপরদিকে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ জাসদ থেকে অধ্যক্ষ আশেক-ই-এলাহী এবং তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ড. আসলাম আল মেহেদী।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন