মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ , ১৯ শাবান ১৪৪৬

দেশ
  >
জনপদ

গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ভিতরে হেরোইন পাচার, গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধি ২৮ নভেম্বর , ২০২৩, ১২:০১:৩৩

126
  • ছবি : নিউজজি

রাজশাহী: গোদাগাড়ী উপজেলায় অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভিতরে হেরোইন পাচারের সময় মো. আপন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী থানাধীন মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আপন আলী চাঁপাইনবাবগঞ্জ পিয়ারাপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে র‌্যাবের পাঠানো একটি প্রেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ি মোহনপুর এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় বাজারের ব্যাগে মিষ্টি কুমড়ার ভেতর ৬১৯ গ্রাম হেরোইন জব্দ করে র‌্যাব।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন