সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ , ১৩ রজব ১৪৪৬

দেশ
  >
জনপদ

আবারও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপার মনোনয়ন পেলেন আব্দুল হামিদ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২৮ নভেম্বর , ২০২৩, ১১:৩৩:৫০

270
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে অংশ নিয়ে ৩ হাজার ১৮৬ ভোট জামানত হারান।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন