সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি ২৭ নভেম্বর , ২০২৩, ১৪:৪৮:১১

91
  • মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ: মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম রকিবুল ইসলাম। সোমবার (২৭ নভেম্বর) সকালে ইছামতী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রকিবুল ইসলাম উপজেলার যাদবপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে এবং সে চাপাতলা গ্রামে মামা বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে অন্যদের সাথে ভারতের অভ্যন্তরে গিয়ে আর ফেরত আসেনি রকিবুল। সোমবার সকালে ইছামতী নদীর পাড়ে রকিবুলের মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় গ্রামবাসী। পরে বিজিবি এসে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, মহেশপুর সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে একটি মরদেহ পাওয়া গেছে। তবে, তাকে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন