শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

চাটখিলে পুকুর পাড় থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি ২৭ নভেম্বর , ২০২৩, ১০:৫০:০৪

182
  • ছবি : সংগৃহীত

নোয়াখালী: চাটখিল উপজেলায় পুকুর পাড় থেকে ফিহা আক্তার নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দিনগত রাত ১০টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া গ্রামের বড় মোল্লা বাড়ির পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ফিহা আক্তার মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া গ্রামের বড় সালেহ আহমদ পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে।

জানা যায়, রোববার দুপুর থেকে নিখোঁজ ছিল ফিহা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। রাত ১০টায় স্থানীয়রা পুকুর পাড়ে ফিহার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ফিহার মাথায় ও ডান চোখের ডান পাশে জখমের চিহ্ন রয়েছ। শিশু টিকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই ঘটনা আইনগত কার্যক্রমও ইতোমধ্যে শুরু করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন