মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

দেশ
  >
জনপদ

চুয়াডাঙ্গায় ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ২ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি ২৬ জানুয়ারি , ২০২৩, ১৪:১৩:১৪

143
  • চুয়াডাঙ্গায় ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ২ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: জেলার সদর থানার অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) বিভিন্ন সময় ধরে আলমডাঙ্গা থানার বকশিপুর ও হাউসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল ও লক ভাঙা চাবি উদ্ধার করা হয়। চুরির ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ আরও ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ২ হলো, আলমডাঙ্গা উপজেলার বকশিপুর মাঝেরপাড়ার রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও বকশিপুর স্কুলপাড়ার আব্দুল গণির ছেলে ইমরান হোসেন ইমন (২০)।

পুলিশ জানায়, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। অভিযোগ পেয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালায় সদর থানা পুলিশের এসআই হাসানুজ্জামান ও সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম। অভিযানে চোর সন্দেহে আটক করা হয় সাইফুল ইসলামকে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

তার দেয়া স্বীকারোক্তিতে অভিযান চালানো হয় আলমডাঙ্গা থানার বকশিপুর ও হাউসপুর এলাকায়। ওই এলাকা থেকে গ্রেফতার করা হয় চোরচক্রের আরেক সদস্য ইমরান হোসেন ইমনকে।

এসময় আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় লোহার পাতের তৈরি চাবি যা দিয়ে মোটরসাইকেলের লক ভাঙা ও চাবি হিসাবে ব্যবহার করা হয়। আর চুরি করা ১টি পালসার ১৫০ সিসি যার বর্তমান আনুমানিক বাজার মুল্য ১ লাখ ৫০ হাজার টাকা। ১টি ডিসকভার ১২৫ সিসি যার বর্তমান বাজার মুল্য ৯০ হাজার টাকা। ১টি টিভিএস ১১০ সিসি যার আনুমানিত বর্তমান বাজার মুল্য ৯০ হাজার টাকা। আর ১টি ডায়াং ৮০ সিসি যার বর্তমান বাজার মুল্য ৬০ হাজার টাকা। আর এসব মোটরসাইকেল গুলো উদ্ধার করা হয়।  

চুয়াডাঙ্গা জেলা অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনিসুজ্জামান লালন জানান, গ্রেপ্তার দুজনসহ আরও ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

এছাড়া চুরি হওয়া আরও কিছু মোটরসাইকেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। আর এই গ্রেপ্তারকৃত দুইজন আসামিকে আজ আদালতে সোর্পদ করা হবে। গ্রেপ্তাতারকৃত আসামিদের আরও অধিক জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামি ও হারানো যে সব মোটরসাইকেল গুলো চুরি হয়েছে তা উদ্ধার করতে সক্ষম হবো। উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই মোটরসাইকের চোর চক্রের সাথে জড়িত প্রভাবশালী অনেকেই। তারা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ওইসব মূলহোতাদের আইনের আওতায় এনে তাদের মুখোশ উন্মোচনের দাবি ভুক্তভোগীদের।

নিউজজি/এমএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন