বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

দেশ
  >
জনপদ

রাঙামাটিতে কাঠবাহী ট্রাককে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

নিউজজি ডেস্ক ২৫ জানুয়ারি , ২০২৩, ১৪:৩৭:৫০

117
  • রাঙামাটিতে কাঠবাহী ট্রাককে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

ঢাকা: রাঙামাটিতে কাঠবাহী একটি ট্রাককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে সন্ত্রাসীরা। বুধবার (২৫ জানুয়ারি) সকালে সদরের সাফছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি থেকে কাঠ পরিবহন করা একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে দেপ্পোছড়ি এলাকার রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একদল সন্ত্রাসী ট্রাকটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ট্রাকটির আংশিক কিছু ক্ষতি হলেও চালক এবং কাঠ পরিবহনের একজন নিজস্ব লোক অক্ষত রয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

ঘটনাস্থলটি প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ মূল দলের এলাকা বলে জনশ্রুতি রয়েছে।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন