মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

দেশ
  >
জনপদ

শাহজাদপুরে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি উধাও

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ২৫ জানুয়ারি , ২০২৩, ১৩:২৩:০৯

986
  • শাহজাদপুরে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি উধাও

সিরাজগঞ্জ: শাহজাদপুরে বিয়ের দুই মাস পর মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি উধাও। গত ৫ দিন আগে এ ঘটনা ঘটলেও বুধবার (২৫ জানুয়ারি) ঘটনাটি জানাজানি হয়।

জানা যায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা গত ২ মাস পূবে ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশাকে। বিয়ের ২ মাস পর আপন মেয়ের জামাই সুলতান খার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন শাশুড়ি হাফিজা। হাফিজার স্বামী আলম, মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের একটি ছেলে রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়ের সাথে বিয়ের পূর্বেও শাশুড়ি হাফিজা ও মেয়ের জামাই সুলতানকে একই ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে হাফিজার বাসায় জানতে গেলে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না তবে বাড়ি এসে এমনটাই জানতে পারি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন