বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জাতীয়

‘সংখ্যা লঘু বা গরিষ্ঠ নয়, সবাই আমরা একই পরিবারের’

নিউজজি প্রতিবেদক ৭ অক্টোবর , ২০২৪, ২০:১০:২৫

175
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের পূজাটা যেন নতুন বাংলাদেশের পূজা হয়। বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ। আমরা এখানে কে-হিন্দু কে-বৌদ্ধ এটা নিয়ে কোন বৈষম্য নয়। এটা থাকবে না।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা ঈদে আনন্দ করবো পূজায় ভয়ে থাকবো এটা হয় না। আমাদের পূজায় কেন ভয়ে থাকতে হবে। পুলিশ-আনসার দিয়ে পাহাড়া দিয়ে পূজাটাকে আনন্দময় করবো এটা তো হতে পারেনা । পূজায় হিন্দু মুসলিম সবাই মিলে আমরা আনন্দ করতে চাই সেজন্য সামাজিকভাবে পরিস্থিতি তৈরি করতে হবে যেন সবাই আনন্দটা করতে পরি। সবাই যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো একটা পূজা করতে পারবো।

উপদেষ্টা আরও  বলেন, দীর্ঘদিনের মানুষের মধ্যে বৈষম্য ও বঞ্চনা এবং পুঞ্জিভূত ক্ষোভের ফলে আন্দোলন তুঙ্গে উঠেছিল এবং এ আন্দোলন ছিল ছাত্র-জনতার সর্বোপরি সর্বোস্তরের মানুষের আন্দোলন।এ আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানি হয় যাদের অধিকাংশই ছাত্র। কাজেই এ আন্দোলনের ফলে গঠিত অন্তর্বতী সরকার শুধু  দায়িত্ব নয় বরং কর্তব্য বলে মনে করছে। তিনি আন্দোলনে শহীদদের সংখ্যা সম্পর্কে বলেন, আমরা এখন পর্যন্ত যে তালিকা করেছি আটশত থেকে নয়শত  বলা হচ্ছে, কিন্তু অন্যান্য হিসাবে দেখা যায় যে এক হাজারের বেশি মানুষ মারা গেছে। তার অধিকাংশই তরুণ ছেলেরা আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে।

বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বিভিন্ন সময় মুসলমান পূজা দেখতে যায় আবার সনাতন ধর্মাবলাম্বীরাও ঈদের আনন্দ উদযাপন করতে আসে।

সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সেনাবাহিনীসহ স্হানীয় প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী একযোগে সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে দেখে এসময়  উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  জিয়াউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায়  আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, জেলা পূজা উদযাপন সমিতির সভাপতি চিত্ত রঞ্জণ সরকার, সেক্রেটারি ঝন্টু কুমার সরকার, স্হানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক, সিভিল সার্জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সেনা বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন শাওন, সরকারি বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দেলদুয়ার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবদুল্লাহ আল-নূর, অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন, দেলদুয়ার উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি এস প্রতাপ মুকুল, সাধারণ সম্পাদক পলাশসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন