মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ , ১৯ শাবান ১৪৪৬

দেশ
  >
জাতীয়

সুখবর দিলো আবহাওয়া অফিস

নিউজজি প্রতিবেদক ১৮ জুন , ২০২৪, ১৭:০৫:৪৭

247
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয়েছে বলে জানিয়েছে আবাহওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাতের তীব্রতা। এতে কমবে ভ্যাপসা গরম।

মঙ্গলবার (১৮ জুন) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আজ থেকে মৌসুমি বায়ুর প্রভাব বৃদ্ধি শুরু হয়েছে। ফলে বুধবার (১৯ জুন) থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের তীব্রতা বেশি। তবে বুধবার থেকে কমবে গরমের তীব্রতা।

সিলেটে বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ওই অঞ্চলে আরও এক সপ্তাহ বৃষ্টিপাত হবে। উজানের আসাম, মেঘালয় অঞ্চলেও বৃষ্টিপাত হবে।

এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ৩ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৮ জুন) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভারি বর্ষণের এ সতর্কবার্তা দেয়া হয়েছে।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ভারি (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৯ বা তার চেয়ে বেশি) বর্ষণ হতে পারে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন