বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ , ৮ শাওয়াল ১৪৪৫

দেশ
  >
জাতীয়

কৃষি উপকরণের দাম বাড়ায় বিকল্প আবাদে ঝুঁকছেন কৃষকরা

নিউজজি ডেস্ক ২৮ জানুয়ারি , ২০২৩, ১০:৩৪:১৭

103
  • কৃষি উপকরণের দাম বাড়ায় বিকল্প আবাদে ঝুঁকছেন কৃষকরা

ঢাকা: কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে, উৎপাদন খরচ বেড়েছে কৃষকের। এতে কম খরচে লাভজনক ফসল আবাদে ঝুঁকছেন চাষিরা। ভোজ্যতেলের দাম বাড়ায় এবার জয়পুরহাট, মাদারীপুর ও মানিকগঞ্জে বেড়েছে সরিষার আবাদ। অনেকে আগাম জাতের আলুর পরিবর্তে চাষ করেছেন সরিষা। এছাড়া, সরিষা ফুলের মধু সংগ্রহ করে লোকসান পুষিয়ে নিচ্ছেন কেউ কেউ।

প্রতিবছরই আলু চাষে লোকসান গুণতে হয় জয়পুরহাটের চাষিদের। ক্ষতি পোষাতে এবার আলুর জমিতে আবাদ করেছেন সরিষা। বাজারে ভোজ্যতেলের চাহিদা বাড়ায় লাভের স্বপ্ন দেখছেন তারা। গত বছর ৪০ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হলেও এবার কমেছে ১৪ হাজার ৬৬০ হেক্টর। তুলনামূলক খরচ কম হওয়ায় এসব জমিতে আবাদ হয়েছে সরিষা।

আবহাওয়া অনুকূলে থাকায় মাদারীপুরে গতবারের চেয়ে সাড়ে পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের সরিষা চাষে উৎসাহ দেয়া হচ্ছে।

মানিকগঞ্জে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় কাটছে মৌচাষিদের। জেলায় সরিষা আবাদ বৃদ্ধি পাওয়ায় এবার একশ’ মেট্রিকটন মধু সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে। যার বাজার মূল্য দুই কোটি টাকার ওপরে।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ছারোয়ার জামান জানান, মানিকগঞ্জে সরিষা আবাদ বৃদ্ধি পাওয়ায় এবার একশ’ মেট্রিকটন মধু সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে জানিয়েছেন মৌচাষিরা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন