শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

দেশ
  >
জাতীয়

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক মাদক কারবারি ভিপি লিমন গ্রেপ্তার

নিউজজি প্রতিবেদক ২৭ জানুয়ারি , ২০২৩, ১৩:১৯:৫৩

61
  • যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক মাদক কারবারি ভিপি লিমন গ্রেপ্তার

ঢাকা: যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি আব্দুল আহাদ ওরফে ভিপি লিমনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। দীর্ঘ সাত বছর পলাতক থাকার বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি)  এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক ।

গ্রেপ্তার এড়াতে রাজমিস্ত্রি এবং অটোরিকশা চালাতেন তিনি। এর আড়ালে মাদক পরিবহন এবং খুচরা কারবারিদের কাছে মাদক বিক্রি করতেন লিমন।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার  আব্দুল আহাদ ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হন। পরবর্তীতে লালমনিরহাট সদর থানায় দায়ের করা একটি মামলায় দুই বছর জেলে থেকে জামিনে বের হন।

এরপর থেকেই তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এদিকে, মামলার বিচার কার্যক্রম শেষ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আহাদ ওরফে লিমনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি ফজলুল হক বলেন, আহাদ আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে রাজমিস্ত্রি এবং অটোরিকশা চালাতেন। এর আড়ালে মাদক পরিবহন এবং খুচরা কারবারিদের কাছে মাদক বিক্রি করতেন তিনি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

আহাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিনিয়র এএসপি ফজলুল হক।

নিউজজি/ এএন

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন