মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

দেশ
  >
জাতীয়

তরুণরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে: প্রধানমন্ত্রী

নিউজজি ডেস্ক ২৬ জানুয়ারি , ২০২৩, ১৯:২১:২৮

55
  • তরুণরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে: প্রধানমন্ত্রী

ঢাকা: তরুণ প্রজন্মের মাঝে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে তিনদিনের ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভিডিও বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। ২০২৪ সালের মধ্যে স্থাপিত হবে তৃতীয় সাবমেরিন ক্যাবল। তখন দেশের ইন্টারনেট সেবার মান আরো বাড়বে। 

দেশের সব শিল্পাঞ্চলে ফাইভ জি সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। বিনিয়োগ ও রপ্তানি ক্ষেত্রে ডিজিটাল পণ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন,‘টেলিযোগাযোগ এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। বাংলাদেশ ডিজিটাইলাইজেশনের এক বিপ্লব ঘটে গেছে। এখন তরুণদের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন রচিত হচ্ছে। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের  প্রধান হাতিয়ার'।

প্রধানমন্ত্রী বলেন,‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ই জুন দেশের প্রথম ভূউপগ্রহ কেন্দ্র স্থাপন করেন। রাঙামাটি জেলার বেদবুনিয়ায়। এই ভূউপগ্রহের মাধ্যমে তথ্যপ্রযুক্তির গোড়াপত্তন হয়। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত আমরা বেসরকারি খাতে মোবাইল ফোন উন্মুক্ত করে দিই। যার ফলে দ্রুত মানুষের হাতে মোবাইল ফোন পৌঁছে যায়। কলরেট মানুষের নাগালের মধ্যে আসে। কম্পিউটারের প্রশিক্ষণের কাজ শুরু করি। ট্যাক্স কমিয়ে দিই। সাবমেরিন ক্যাবল সংযুক্তের উদ্যোগ নি। সকল ফোন অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করি'। 

প্রধানমন্ত্রী আরও বলেন,‘ ২০১৮ সালে মহাশূন্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করি। এর মাধ্যমে টেলিযোগাযোগ থেকে শুরু করে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এখন আর বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভর করতে হয় না। এছাড়া স্যাটেলাইটের তরঙ্গ বিদেশে ভাড়া দিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হচ্ছে'।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন