মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

দেশ
  >
জাতীয়

জেলা পরিষদ নির্বাচন: বিনাভোটে জয়ী ১১৪

নিউজজি প্রতিবেদক ২৬ সেপ্টেম্বর , ২০২২, ১০:০৮:১৮

229
  • জেলা পরিষদ নির্বাচন: বিনাভোটে জয়ী ১১৪

ঢাকা: জেলা পরিষদ নির্বাচনে বিনাভোটে ১১৪ জন জয়ী হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। রোববার (২৫ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচন কমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচিতদের মধ্যে ২৭ চেয়ারম্যান, ৬৮ জন সাধারণ সদস্য ও ১৯ জন সংরক্ষিত সদস্য রয়েছেন। জানা গেছে, আপিল নিষ্পত্তি ও মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ৯০ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৫০৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিনাভোটে নির্বাচিত ১১৪ জন রয়েছেন।

যেসব জেলায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন—কুমিল্লা, কুড়িগ্রাম, নোয়াখালী, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সিলেট, ঢাকা, পাবনা, পিরোজপুর, বরিশাল ও জামালপুর।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর (সোমবার) ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

নিউজজি/টিবিএফ/নাসি 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন