মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

দেশ
  >
জাতীয়

বৃহস্পতিবার ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

নিউজজি প্রতিবেদক ২৬ সেপ্টেম্বর , ২০২২, ০০:০৩:৩২

114
  • বৃহস্পতিবার ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

ঢাকা : বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে ঢাকায় শুরু হতে যাচ্ছে ৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আগামী ২৯শে সেপ্টেম্বর এর উদ্বোধন হবে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছে পহেলা অক্টোবর পর্যন্ত থাকছে এই আয়োজন। মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

রোববার (২৫শে সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের ৯ম আসর বসবে এবার। ২৯শে সেপ্টেম্বর সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

প্রতিমন্ত্রী বলেন, 'কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটন শিল্পের পুনরুদ্ধারের জন্য এশিয়ান ট্যুরিজম ফেয়ার এর আয়োজন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করবে। এছাড়া, দেশি-বিদেশি পর্যটন সংস্থা মেলায় অংশগ্রহণের ফলে আন্তর্জাতিকভাবে পর্যটন শিল্পের দারুণভাবে প্রচার-প্রচারণা সুযোগ পাবে।'

৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে ৮টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। বাংলাদেশসহ, থাইল্যান্ড, ভূটান, মালেয়শিয়া, শ্রীলংকা ও লিথুনিয়ার প্রায় ১৩০টি বিভিন্ন পর্যটক সংস্থা অংশগ্রহণ করবে।

মেলার পাশাপাশি এই আয়োজনে পর্যটক বিষয়ক সেমিনার, শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, বিজনেস মিটিং ছাড়াও থাকছে বাংলাদেশে ও শ্রীলংকার সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন