শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

দেশ

বসুরহাট পৌরসভায় ভিজিএফের নগদ অর্থ সহায়তা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি ৪ মে, ২০২১, ১৫:২০:১৬

578
  • ছবি : নিউজজি

নোয়াখালী: মুজিবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে সারা দেশের ন্যায় কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিএফের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সভাপতিত্বে নগদ অর্থ সহায়তা বিতরণের উদ্বোধন করেন।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুরহাট পৌরসভার দুস্থ অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জনকে এ সহায়তা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়ন করা হয়েছে। দ্রুত সকল সুবিধাভোগীদের মাঝে ভিজিএফের এ টাকা বিতরণ করা হবে।

এ সময় পৌরসভার কর্মকর্তাগণ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন