রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

দেশ

বীরগঞ্জে বাস উল্টে হেলপার নিহত

দিনাজপুর প্রতিনিধি ৬ জুলাই, ২০২৫, ১৭:৩৩:৫৭

81
  • বীরগঞ্জে বাস উল্টে হেলপার নিহত

দিনাজপুর: বীরগঞ্জে বিআরটিসির বাস উল্টে হেলপার সুকুমার মহন্ত নিহত হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ চাকাই হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকুমার মহন্ত রংপুরের সাতগড়ার জানকি মহন্তের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী বিআরটিসি বাস দিনাজপুরের বীরগঞ্জে অপর একটি যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে হেলপারসহ বাসের যাত্রীরা চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাসের হেলপার সুকুমার মহন্তকে মৃত ঘোষণা করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন