রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

দেশ

কমলগঞ্জে চোরাই টমটমের যন্ত্রাংশ শ্রীমঙ্গল থেকে উদ্ধার, আটক ৪

মৌলভীবাজার প্রতিনিধি ৬ জুলাই, ২০২৫, ১৭:১৫:৪৭

109
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: কমলগঞ্জ থেকে চোরাই টমটমের যন্ত্রাংশ শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের মূল হোতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকা থেকে টমটম চোরক্রের মুল হোতা মুহিত মিয়াকে আটক করে পুলিশ। এছাড়াও এ ঘটনায় পাভেজ আলী, সিয়াম আহমেদ ও রহমত আলী নামে আরো ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃত আসামিদের হেফাজত থেকে চোরাই টমটমের ৪টি বেটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং যন্ত্রাংশ বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত ৪ জুলাই বিকাল ৫টা ১৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিকশাটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে তার বাবার কাঁচামালের দোকানে শাকসবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিকশা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্দেহভাজন ৩ জনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে চোরাই টমটমের যন্ত্রাশ উদ্ধার এবং ৪ আসামিকে আটক করে। আটককৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন