রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

দেশ

টেকনাফের গহীন পাহাড়ে গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

নিউজজি ডেস্ক ৬ জুলাই, ২০২৫, ১৬:০৪:০২

42
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে ডাকাত দলের সাথে যৌথবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার যুবক টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া জাহাঙ্গীর আলমের ছেলে মো. সোহেল।

রোববার (৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

তিনি বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা জাদিমুরা সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় একদল ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থানের খবর পাওয়া যায়। খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা রাতের অন্ধকারে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশিয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন