রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

দেশ

খেলার শুরুতে এগিয়ে লক্ষ্মীপুর, শেষ হাসি নোয়াখালীর

লক্ষ্মীপুর প্রতিনিধি ৬ জুলাই, ২০২৫, ১১:০৮:০৪

165
  • ছবি : নিউজজি

লক্ষ্মীপুর: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দেশব্যাপী চলছে 'জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫'। এরই অংশ হিসেবে নোয়াখালী অঞ্চলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে।

শনিবার (৬ জুলাই) বিকেল ৪টায় জেলার চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির ও নোয়াখালী শহর ছাত্রশিবির।

২৫ মিনিটের দুই অর্ধে মোট ৫০ মিনিটের এই খেলায় প্রথমার্ধে ১ গোল করে এগিয়ে যায় লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে পরপর দুই গোল করে নোয়াখালী শহর ছাত্রশিবির। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নোয়াখালী।

খেলার উদ্বোধন করেন ২৪-এর জুলাই শহিদ কাউছার হোসেন বিজয়ের বাবা মো. ইছমাঈল হোসেন।

খেলার শুরুতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুলাই শহিদদের স্মরণে তরুণদের নিয়ে এমন আয়োজন করেছে। যারা জুলাই অভ্যুত্থানে শহিদ এবং আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি।

নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, খেলার মাধ্যমে আমরা সুস্থতা লাভ করতে পারি। তরুণদের সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই।

জয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা ২-১ গোলে বিজয় অর্জন করেছি। এটা আনন্দ এবং উচ্ছ্বাসের বিষয়। পরের ধাপ আমাদের বিভাগীয়। ইনশা আল্লাহ, আশা রাখি আমরা সেখানেও জয়লাভ করবো।

খেলাকে ঘিরে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠের চারপাশ ছিল দর্শকে পরিপূর্ণ। করতালিতে মুখরিত ছিল পুরো মাঠ। খেলায় ২ শহরের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন