বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি ২৩ মে, ২০২৫, ১৫:০৩:৪৭

772
  • পঞ্চগড়ে ফিলিং স্টেশনে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগ

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে শাহনেওয়াজ ফিলিং স্টেশন নামে একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে দশটায় দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার সংলগ্ন প্রধানাবাদ এলাকায় শাহনেওয়াজ ফিলিং স্টেশনে তেল নিতে আসা একাধিক গ্রাহক এ অভিযোগ করেন। পরিমাপে তেল কম পাওয়ার ঘটনা জানাজানি হলে ফিলিং স্টেশন চত্বরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদে বিক্ষোভ হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত দশটায় হাসান আলী নামের এক ব্যক্তি শাহনেওয়াজ ফিলিং স্টেশনে ২১৬ লিটারের একটি তেলের ড্রামে ২১০ লিটার ডিজেল নেন। পরিমাপে কম মনে হওয়ায় ড্রাম পূর্ণ করতে বলেন। ফিলিং স্টেশনের কর্মচারী পাম্পের রিডিং অনুযায়ী ২২৬ লিটার তেলের মূল্য নেন। এতে ভুক্তভোগীর মনে সন্দেহ সৃষ্টি হলে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের কাছে অভিযোগ করেন। পরে ম্যানেজার ড্রামটি খালি করে মেশিন রিসেট দিয়ে পুনরায় তেল ভরলে দেখা যায়, ড্রামটি ঠিক ২১৬ লিটার তেলেই পূর্ণ হয়।

এ বিষয়ে ভুক্তভোগী হাসান বলেন, প্রথমে ২১০ লিটার তেল নেই, পরিমাণে কম অনুভব হওয়ায় ট্যাংক ফুল করলে মিটারে দেখা যায় ২২৬ লিটার হয়েছে। অথচ আমার এই ড্রাম পূর্ণ হয় ২১৬ লিটারে। পরে ড্রাম খালি করে, ফিলিং স্টেশনের মেশিন রিসেট দিয়ে পুনরায় ড্রাম পূর্ণ করলে তা ২১৬ লিটারে পূর্ণ হয়।

একই সময় মোটরসাইকেল চালক আবু নাঈম লিটন বোতলে পেট্রোল নিতে আসেন। সে সময় তাকেও পরিমাপে কম তেল দেয়া হয়। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত ম্যানেজার দিবাকর রায়ের দৃষ্টি আকর্ষণ করলে, ম্যানেজারের উপস্থিতিতে মেশিন রিসেট করে পুনরায় তেল দেয়া হয়। তখন দেখা যায়, তেলের পরিমাণ আগের চেয়ে বেড়ে গেছে।

এদিকে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ও একাধিক ভুক্তভোগী সেখানে জড়ো হন। এ সময় আগেও তেল কম পাওয়ার অভিজ্ঞতা থাকা অনেকেই অভিযোগ করেন, নির্ধারিত টাকার বিনিময়ে মিটার অনুযায়ী তারা কম তেল পেয়েছেন। কেউ কেউ জানান, বিষয়টি নিশ্চিত হতে তারা ভিডিও ধারণ করে নিজেরা যাচাই করেছেন।

দিজেন্দ্রনাথ রায় নামে এক ভুক্তভোগী বলেন, এর আগে আমি দুই লিটার ডিজেল সংগ্রহ করলে তাতে কম দেয়া হয়। অভিযোগ করলে কোন প্রতিকার পাইনি। আমরা এলাকাবাসী চাই সঠিক পরিমাপে তেল সরবরাহ করুক না হয় এটি বন্ধ করে দেয়া হোক।

এ বিষয়ে শাহনেওয়াজ ফিলিং স্টেশনের দায়িত্বরত ম্যানেজার দিবাকর রায় বলেন, কর্মচারীদের গাফিলাতির কারণে এ রকম সমস্যা হয়েছে।

শাহনেওয়াজ ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে বলেন, আমি গতকাল পাম্পে ছিলাম না। পেট্রোল কিনতে আসা ঐ মোটরসাইকেল চালক ৬০ টাকার তেল চেয়েছেন কিন্তু ৫৮ টাকার তেল দেয়া হয়েছে বলেঅভিযোগ করেন। তবে ফিলিং স্টেশনের কর্মচারী আমাকে বলে সে ৬০ টাকারই তেল দিয়েছে। আর ড্রামে তেল কম দেয়ার বিষয়ে যে অভিযোগ করা হয়েছে, একটা ড্রামে দশ লিটার তেল কম দেয়া সম্ভব ? তবুও যেহেতু অভিযোগ এসেছে সেই কর্মচারীর যদি ভুল হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফিলিং স্টেশনে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ট্রেনিং এ আছি। এখান থেকে ফিরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন