বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

শ্রীনগরে ট্রাক-পিকআপ সংঘর্ষে আহত ৩

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ২২ মে, ২০২৫, ১৭:৫৪:১৪

141
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: শ্রীনগরে একটি ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় উভয় গাড়ির চালকসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ির ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে এই ঘটনা ঘটে।

এ খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাকটির চালক মানিকগঞ্জের শফিকুল, পিকআপ ভ্যানটির চালক মাদারীপুরের সাগর ও হেলপার রিয়াজকে উদ্ধার করে।

জানা গেছে, ঢাকামুখী লেনে পিকআপ ভ্যানটি সামনে দাড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দিলে ৩ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী এক পথচারী জানায়, ট্রাকটির চাকা নষ্ট হয়ে গেলে সড়কের পাশে রেখে ঠিক করা হচ্ছিল। এ সময় পিকআপ চালকের অসাবধানতায় পিছন দিক থেকে দাড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গাড়ি ২টি সরিয়ে আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন