বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২২ মে, ২০২৫, ১৭:৪৫:১৩

188
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: রাণীশংকৈল পৌর শহরের বসাক পড়া এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় বীণা রাণী বসাক নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বীণা রাণী পৌর শহরের বসাকপাড়া ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ওরফে ছোট বসাকের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিনগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে বীণা ও ছোট বসাক বাড়িতে আসে। এর পর দুজনে ২টি পাশাপাশি রুমে শুতে যায়। বর্গনাথ ঘুম থেকে উঠে কাজ চলে যান। সকালের নাস্তা খেতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘরের সরের সাথে নিজের ওড়না দিয়ে গলাস ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীণা বসাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন