বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

মৌলভীবাজারে বিদেশি নকল টাকা উদ্ধার, কারবারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি ২২ মে, ২০২৫, ১৭:৩৯:৩৪

185
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে বিপুল পরিমান বিদেশি নকল টাকাসহ যুগেন্দ্র মল্লিক নামে এক কারবারিকে আটক করেছে ডিবি। বুধবার (২১ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুগেন্দ্র মল্লিক ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের দেবেন্দ্র মল্লিক এর ছেলে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, বুধবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রাম থেকে প্রায় ৩ লাখ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ নকল টাকার ব্যবসায়ী যুগেন্দ্র মল্লিককে আটক করেন।

পুলিশ জানায়, যুগেন্দ্র মল্লিককে আটকের পর তার দেয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন