বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করাসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি ২২ মে, ২০২৫, ১৭:০৪:১৯

118
  • ছবি : নিউজজি

গাইবান্ধা: ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করাসহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে জেলার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা আহ্বায়ক মো. শরিফুল ইসলাম মন্ডল, সদস্য মো. রেজাউল হক খান তাজু, জাফর সাদেক, মো. আব্দুর রাজ্জাক, মো. জাকির হোসেন আঙ্গুর, রেজাউল করিম, মো. কল্লোল হোসেন, ফারুক আহমেদ, মো. হাবিবুর রহমান, মো. সেলিম মিয়া, ফারুক আহমেদ বিপ্লব, মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।

বক্তারা বলেন, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া, প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণের দাবি জানান।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন