বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

মানিকগঞ্জ আদালতে মমতাজকে ডিম নিক্ষেপ

মানিকগঞ্জ প্রতিনিধি ২২ মে, ২০২৫, ১৬:৫৩:১৪

125
  • ছবি : নিউজজি

মানিকগঞ্জ: কন্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতের শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় ছাত্রদল, যুবদল ও সাধারণ জনগণ ‘ফাঁসি চাই’ স্লোগান দেন এবং মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

এর আগে, বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে মমতাজ বেগমকে আদালতের আনা হয়। এরপর দুপুর ১২টার দিকে এ শুনানি শেষে আদালত থেকে মমতাজ বেগমকে প্রিজনার ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ ও ফাঁসির দাবি তুলে স্লোগান করে সাধারণ জনগণ।

মানিকগঞ্জ আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হয়। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আজ শুনানিতে তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ও মমতাজের নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে।

গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সেই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর পরে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় মানুষ কিছু ডিম নিক্ষেপ করেছে। আমি সারাক্ষন তার পাশেই ছিলাম আমারও ডিম লেগেছে।

উল্লেখ্য, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও ৩ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের এ শুনানি হয়। এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়। সেখান থেকে আজ মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়েছিল।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন