বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

সরাইলে ১০ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২২ মে, ২০২৫, ১৬:১৫:২১

110
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে ১০ কেজি গাঁজাসহ মো. জিল্লুর রহমান ও হৃদয় মিয়া নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিআপভ্যানও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ও হৃদয় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল ডিউটি চলাকালীন সময় সার্জেন্ট সুজা সঙ্গীফোর্সের কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট চলছিল। এ সময় একটি পিআপের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়িতে থাকা ৫টি সাদা প্লাস্টিকের তোলা ভর্তি বস্তার সাথে একটি ছোট প্লাষ্টিকের বস্তার ভিতর ৫টি নীল পলিথিন ব্যাগে ২ কেজি করে মোট ১০ কেজি গাজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীগন সামনে দুই জনকে আটক করা হয় এবং বিধি মোতাবেক পিআপ ও আলামত জব্দ করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন