বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

শ্রীনগরে আলুর গোলায় লবণ প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ১৬ মে, ২০২৫, ১৫:৫১:৪৫

196
  • শ্রীনগরে আলুর গোলায় লবণ প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ

মুন্সীগঞ্জ: শ্রীনগরে এক কৃষকের আলুর গোলায় লবণ প্রয়োগ করে উৎপাদিত ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। গোলা জুড়ে লবণ ছিটানোর ফলে প্রায় ১৩ শত মণ আলু নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার বিবন্দী-পাঁচলদিয়া সড়কের পাশে একটি আলুর গোলায় এই ঘটনা ঘটে। আলু বর্তমান বাজার মূল্য হিসাব অনুসারে ৭-৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের মরহুম আবুল হাসেম হাওলাদারের পুত্র রবিন হাওলাদারের সংরক্ষিত আলুর গোলায় দুর্বৃত্তরা লবণ প্রয়োগ করেছে।

লবণের সংস্পর্শে আলু পঁচে যাচ্ছে। জঘন্যতম এ ধরনের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ভুকভোগী কৃষক রবিন হাওলাদার জানান, সকালে আলু দেখার জন্য গোলা ঘরে প্রবেশ করে দেখি পুরো গোলা জুড়ে লবণ ছিটানো। লবণ গলে এখন আলু পঁচতে শুরু করেছে। ধারনা করা হচ্ছে পুর্ব শক্রতার জেরে আলুর গোলায় লবণ দিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করবেন বলেন তিনি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বড় একটি আলুর গোলায় খাবার লবণ ছিটানো রয়েছে। এ ব্যাপারে কুকুটিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ অফিসারকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে বিট পুলিশ অফিসার, শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ বিন আসাদ জানান, খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছি। বিষয়টি অতি দুঃখজনক। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন