বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ: প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার

জয়পুরহাট প্রতিনিধি: ১৬ মে, ২০২৫, ১৪:৪৮:২৮

147
  • স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ: প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার

জয়পুরহাট: জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়েছেন। কোনো প্রকার ঘুষ, তদবির বা প্রভাব ছাড়াই, মাত্র ১২০ টাকার অনলাইন আবেদন ফি দিয়ে সম্পন্ন হয় এই নিয়োগ প্রক্রিয়া।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে জয়পুরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি নিয়োগপ্রাপ্তদের নিজ হাতে ফুল দিয়ে বরণ করেন।

এই নিখুঁত স্বচ্ছ প্রক্রিয়ার জন্য জেলার সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন পুলিশ সুপার। স্থানীয়রা মনে করছেন, তাঁর দৃঢ় ও নৈতিক নেতৃত্ব ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

নিয়োগপ্রাপ্তরা জানান, তাদের কারোরই ঘুষ কিংবা তদবিরের প্রয়োজন হয়নি। শুধুমাত্র নিজস্ব মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তারা পুলিশে নিয়োগ পেয়েছেন, যা তাদের আত্মবিশ্বাস ও গর্বের জায়গা তৈরি করেছে।

ক্ষেতলাল উপজেলার রুয়াইর গ্রামের সিএনজি চালক শহিদুল ইসলামের মেয়ে শাহানাজ পারভীন সানু বলেন, আমি জানতাম ঘুষ না দিয়েও চাকরি পাওয়া যায়। সেই বিশ্বাস থেকেই আবেদন করেছিলাম। আজ আমি সত্যিই খুশি। তার বাবা বলেন, বিনা পয়সায় চাকরি হয়—এটা আজ চোখে দেখলাম। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে পুলিশে চাকরি পেয়েছে।

পাঁচবিবি উপজেলার রুনিহালী গ্রামের মুচি পরিবারের সন্তান বিধান রবিদাসের নাম ঘোষণা হওয়ার পর তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, আমরা ১৩ জন তরুণ-তরুণীকে নিছক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। এখানে কেউ কোনো ধরণের সুপারিশ বা ঘুষের আশ্রয় নেয়নি। আমরা চাই, তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন