বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

সখিপুরে এক গৃহবধূকে অর্থ কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ১৬ মে, ২০২৫, ১৪:২৫:৩৬

209
  • সখিপুরে এক গৃহবধূকে অর্থ কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার

টাঙ্গাইল: সখীপুর উপজেলার এক গৃহবধূকে অর্থ কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রঞ্জু আহমেদ জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ টাকা-পয়সা মামলায় অভিযুক্ত নুপুর নামে নারীকে সকালে পৌর শহরের হসপিটাল গেইট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নুসরাত জাহান নুপুর বরিশালের কোতোয়ালি এলাকার শাহ আলম মল্লিকের মেয়ে। ২০০৩ সালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার আবুল কালাম নামে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী কালাম প্রবাসে থাকার সুযোগে নুপুর তার আত্মীয় স্বজনসহ বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থার কাছ নামে-বেনামে ঋণ গ্রহণ করে।ঋণের বোঝা ভারি হলে স্বামীসহ স্বজনরা জানতে পারে। তার ঋণ সম্পর্কে পরিবারের কেউ কিছুই জানে না বলে দাবি করে। তার স্বামী কালাম মুঠোফোনে জানান, এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। কালামের ছোট ভাইয়ের নামে নুপুর মিথ্যা মামলা করেছে।নুপুরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে দুই ডজনের অধিক মামলার গুঞ্জন রয়েছে।

অভিযুক্ত নূপুরের কাছে টাকা পাওনাদের মধ্যে একজন সখীপুর বাজারের ব্যবসায়ী রবিদাস ও নাম প্রকাশে অনিচ্ছুক নারী জানায়, বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা করে। উপায়ন্তর না পেয়ে আমরা মামলা করতে বাধ্য হই। আমাদের মতো অনেকেই টাকা পায়। এ বিষয়ে সখিপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসাইন বলেন, গ্রেপ্তারের পর থেকে ভুক্তভোগী অনেকেই যোগাযোগ করছে। newsg24 তিনি আরও জানান আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন