বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

কুলাউড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন

মৌলভীবাজার প্রতিনিধি ১৬ মে, ২০২৫, ১১:০৯:৪৪

79
  • কুলাউড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ মে) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৪ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও জন শিশু রয়েছে। এরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির জিজ্ঞাসাবাদে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জীবিকার সন্ধানে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিল। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দিলে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার জানান, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন