বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

দেশ

খুলনা বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫ হাজার মেট্রিকটন

খুলনা প্রতিনিধি ১৫ মে, ২০২৫, ১৭:৩৮:৪৮

107
  • ছবি : নিউজজি

খুলনা: এ বছর বোরো মৌসুমে খুলনা বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৩৭ মেট্রিকটন এবং সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা এক লাখ ৭৩ হাজার ৩১৯ মেট্রিকটন। একইসাথে ৩১ জুলাই পর্যন্ত গম সংগ্রহ কার্যক্রমও চলবে। গমের সংগ্রহ মূল্য ধরা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা।

বৃহস্পতিবার (১৫ মে) খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মনিটরিং সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

সভায় জানানো হয়, ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ২৪ এপ্রিল থেকে এবং চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ও গম এবং বৈধ ও সচল চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা এবং সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৯ টাকা।

এছাড়া, আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন’ ভিত্তিতে গম সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত। সরকারি তথ্য অনুযায়ী, সারা দেশে এবারে মোট ৩ লাখ ৫০ হাজার মেট্রিকটন ধান এবং ১৪ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংগ্রহ প্রক্রিয়া আরো সহজ করতে চালু রাখা হয়েছে অ্যাপ ও ম্যানুয়াল পদ্ধতি—দুটিই। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, কৃষি বিপণন অধিদপ্তরের খুলনা উপ-পরিচালক শাহনাজ বেগম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সমেরন বিশ্বাস এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানায়, কৃষকবান্ধব সংগ্রহ প্রক্রিয়া ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে উৎপাদকের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন