মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

চসিক মেয়র ও নগর জামায়াত আমীরের মত বিনিময়

চট্টগ্রাম অফিস ১৫ এপ্রিল, ২০২৫, ১৯:০৯:১৮

64
  • চসিক মেয়র ও নগর জামায়াত আমীরের মত বিনিময়

চট্টগ্রাম: সভায় খাল খননে এক্সকেভেটর, কাদা অপসারণের জন্য ড্রাম ট্রাক, ভ্যানসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি খালের ডাউন স্ট্রিম খাল চাক্তাই ডাইভারশান খালে স্থাপিত বাঁধ অপসারণে সময় নির্ধারণ, খালের বিএস এলাইনমেন্ট চিহ্নিতকরণ ও ডিজাইন এলাইনমেন্ট প্রস্তুত, খাল সংলগ্ন রাস্তার অবৈধ স্থাপনা অপসারণ ও বৈধ স্থাপনা সাময়িক অপসারণে প্রশাসনিক সহায়তা নিশ্চিতকরণ। এছাড়াও, খনন ও পরিষ্কারের পর যাতে আগের অবস্থায় ফিরে যেতে না পারে। সেই বিষয়ে তদারকি নিশ্চিত করার জন্য মেয়র এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নিয়োজিত প্রতিষ্ঠানের সহায়তা প্রত্যাশা করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে চসিক মেয়রের কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চসিকের সচিব আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দীন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সিডিএ বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, ইঞ্জিনিয়ার টিপু প্রমুখ।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে এই মতবিনিময়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন