মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

‎সিরাজগঞ্জ অফিস: ১৫ এপ্রিল, ২০২৫, ১৯:০৩:২৩

71
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

‎সিরাজগঞ্জ: ‎সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে যৌথবাহিনী অভিযান চালিয়ে জয় কুমার ঘোষ  নামের এক যুবককে কে  গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

‎‎সোমবার (১৪ এপ্রিল) রাতে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনী  তাকে গ্রেফতার করেন। জয় কুমার ঘোষ, শঙ্কর ঘোষের ছেলে ও তাড়াশ উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা।

‎গত রোববার রাতে চৈত্র সংক্রান্তি পূজায় তাড়াশ মহাশশ্মানে মন্ত্রপাঠে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তাড়াশ উপজেলা এলাকা উত্তপ্ত হয়ে পড়ে।

‎পরবর্তী‌তে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মের অনুভূতিতে আঘাত দেয়া জয় কুমার ঘোষকে পাবনা জেলার ফরিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন