মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি ১৫ এপ্রিল, ২০২৫, ১৭:৩৭:৫৪

142
  • সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি গলানোর কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কাভার্ডভ্যান ও লুট হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন—তাড়াশ উপজেলার পলাশী গ্রামের মজনু প্রামানিকের ছেলে লাবু প্রামাণিক (৪০), বড় পাওতা গ্রামের দবির সেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও সাচানদিঘী গ্রামের মৃত মজনু শাহের ছেলে ইয়াকুব শাহ (২৩) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াহাব আলী পলানের ছেলে ওয়াসিম পলান (২৩) ও একই উপজেলার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাড়াশ উপজেলার হেদারখাল এলাকায় অবস্থিত পুরাতন অটো ও চার্জার গাড়ির ব্যাটারি গলিয়ে সিসা বের করার কারখানায় ১৩ মার্চ ডাকাতির ঘটনা ঘটে। ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল কারখানায় ঢুকে শ্রমিকদের বেঁধে রেখে ৭০ হাজার নগদ টাকাসহ  প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন