মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ২১ মার্চ, ২০২৫, ১৬:৫২:০৫

144
  • ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর: ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার ব্যানারে সিংড়া কোর্ট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আলী আকবর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, উপজেলা সহ-সভাপতি মুফতি আলী হাসান, মুফতি জাকির হোসেন, মুফতি শরিফুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তরা ফিলিস্তিনের উপর ইসরায়েলি গণহত্যা বন্ধ, ভারতের নাগপুরে মুসলিমদের নিপীড়নের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানান। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন