মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

শেরপুরে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত, আহত ২১

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি ২১ মার্চ, ২০২৫, ১৬:৪৭:০৭

57
  • শেরপুরে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত, আহত ২১

বগুড়া: বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) ভোর সাতটার দিকে উপজেলার রনবীরবালা এলাকায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের হারুন অর রশিদ (৪৮) এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৬)। 

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট অভিমুখী একটি ট্রাক রনবীরবালা বশীর পগলার মাজারের কাছে পথচারী হানিফ উদ্দিনকে চাপা দেয়। পরপরই ট্রাকটি একটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনায় আরও ২১ জন আহত হয় । আহতদের মধ্যে ১৭ জন মহিলা ও ৫ জন পুরুষ। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন