বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

দেশ

লক্ষ্মীপুরে ছাত্রশিবির’র ইজরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি ২১ মার্চ, ২০২৫, ১৬:১৬:৪৮

265
  • লক্ষ্মীপুরে ছাত্রশিবির’র ইজরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল

লক্ষ্মীপুর: ফিলিস্তিনে ইজরায়েলিদের বর্বরোচিত হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির। শুক্রবার (২১মার্চ) জুমার নামাজের পর মিছিল বের করে সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

শহরের চক বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে মিছিলটি বের হয়ে উত্তর তেমুহনি (শহিদ আফনান চত্বর) গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নারায়ে তাকবির আল্লাহু-আকবর, ফিলিস্তিন-ফিলিস্তিন জিন্দাবাদসহ নানান স্লোগানে মুখোরিত করে তোলে পুরো শহর।

মিছিল শেষে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির এ্যাড. আবুল ফারাহ নিশান, শহর ছাত্রশিবির এর সভাপতি মো. ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসাইন প্রমুখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন