মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিউজজি ডেস্ক ২১ মার্চ, ২০২৫, ১৫:৩৭:৪৪

32
  • সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সারজান হত্যা মামলার আসামি ও জেনেভা ক্যাম্পের কলিম জাম্বুর অন্যতম সহযোগী শেখরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর আসাদগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের ২৬ অক্টোবর মাদক কারবারি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণে পথচারী সারজানসহ আট থেকে ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা সারজানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত সারজানের বাবা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আসামি শেখরকে গ্রেপ্তার করে।

শেখরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন