মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহার ইহলোকত্যাগ

চট্টগ্রাম অফিস ১৮ মার্চ, ২০২৫, ১৮:৫৭:৩৫

105
  • কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহার ইহলোকত্যাগ

চট্টগ্রাম: কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহা (৭৩) দৈনিক বণিক বার্তা'র জ্যেষ্ঠ প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরোর উপ-ব্যুরো প্রধান সুজিত চন্দ্র সাহা’র বাবা।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে নিজ বাসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১৯৫২ সালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ন্যায়মস্তি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

দ্বিজেন্দ্র লাল সাহা গত বেশ কিছু দিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, নাতি-নাতনী সহ অসংখ্য বন্ধু-শুভাকাঙ্খী রেখে গেছেন। কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহা কবিগানসহ কয়েক দশক ধরে সাহিত্য চর্চার সাথে যুক্ত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন