বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

দেশ

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় এক শিক্ষিকা নিহত

নিউজজি ডেস্ক ১৮ মার্চ, ২০২৫, ১৬:২৯:৪৪

60
  • মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় এক শিক্ষিকা নিহত

ঢাকা: চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে মিনি কাভার্ডভ্যান চাপায় এক শিক্ষিকা নিহত হয়েছে। নিহত শিক্ষিকার নাম মীরা রানী ভৌমিক। এ ঘটনায় অরুপ নাথ ও স্বপন নাথ নামে আরো ২ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীরা রানী ভৌমিক উপজেলার খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এদিকে স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার জানান, গাড়িতে উঠার জন্য যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। দুপুর দেড়টার দিকে চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ৩ জনের মধ্যে ঘটনাস্থলেই মীরা রানী নিহত হয়। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন