বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

দেশ

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি ১৮ মার্চ, ২০২৫, ১৩:৩৪:৫৪

178
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: সায়দাবাদ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য মো. আলী আশরাফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃত মো. আলী আশরাফ সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১২’র সদর কোম্পানি সিরাজগঞ্জ পুনর্বাসন সায়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত”জেলা ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাকী ৭/৮ জন পালিয়ে যায়।

র‌্যাব-১২, সদর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামি মো. আলী আশরাফকে ডাকাতির প্রস্তুতির বিষয়ে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে তল্লাশিকালে তার বাড়ির শয়ন কক্ষ হতে ২টি গ্যাস গানের ব্যবহৃত সেল, সিলিং ফ্যান ৭টি, মোটোরলা নষ্ট ওয়াকিটকি একটি, ২টি ছোড়া, ২টি হাসুয়া  ২টি র‌্যাদ, ২টি স্কু ডাইভার, একটি টেষ্টার, ২টি কাটিং প্লায়াস, একটি খুর, একটি মোটরসাইকেল চুরির মাস্টার কি, এক হর্সের মোটর, একটি ২ হর্স পাওয়ারের সাব মার্সেবল পাম্প, লোহাকাটা গ্রান্ডিং মেশিন একটি, ৮ পিচ এসডিএম আই ক্যাবল বক্সসহ, ৮ পোর্ট সুইচ একটি, ক্যাবল ৫০ গজ, ওয়েব ক্যামেরা একটি, ৪টি স্মার্ট ফোন  একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাত ৭/৮ জনসহ তারা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন