মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

বদলগাছীতে মেসার্স এস এফ ব্রিকস্ ইটভাটা ভেঙ্গে-গুড়িয়ে দিল প্রশাসন

নওগাঁ প্রতিনিধি ১৬ মার্চ, ২০২৫, ১৯:২২:৩০

74
  • বদলগাছীতে মেসার্স এস এফ ব্রিকস্ ইটভাটা ভেঙ্গে-গুড়িয়ে দিল প্রশাসন

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে মোবাইল কোট পরিচালনা করে একটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে  দিয়েছে প্রশাসন। (রোববার) ১৬ মার্চ দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. আতিয়া খাতুন  এর নেতৃত্বে উপজেলার  মিঠাপুর ইউনিয়নের চকের মাঠ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে  একটি মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স এস এফ  ব্রিকস  নামক  ইটভাটার  কিলন  এক্সকেভেটর দিয়ে আংশিক  ভেঙ্গে দেয়া হয় এবং  বদলগাছী ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয় ।

একই সাথে অবৈধ এই ইটভাটায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বদলগাছী  থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস টিমের সদস্যরা মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ সুরক্ষায় অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হোসাইন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন